মন্ত্রীর আশ্বাসে গোঁসা ভুলে দলীয় প্রচারে তৃণমূল নেত্রী মিতালি রায়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর’২৩ : অবশেষে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাত ধরে ভোট প্রচারে নামলেন প্রাক্তন তৃনমূল বিধায়ক মিতালী রায় (Mitali Roy)। ধুপগুড়ি উপনির্বাচনে (Dhup guru by Election) প্রচারে এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে গোপন বৈঠক মিতালী রায়ের! গোঁসা করে থাকা তৃনমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়কে নিয়েই প্রচারে নামলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালী রায় জয়ী হয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯০,৭৮১। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১,০৩,৫৩৩ ভোট পেয়ে জয়ী বিজেপির (BJP) প্রার্থী বিষ্ণুপদ রায়। মিতালী রায় ২০২১ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আড়াই বছর দল তার সাথে কোন যোগাযোগ রাখেনি বলে অভিযোগ করেন মিতালী রায়! এমন কি কোন মিটিং মিছিলেও তাকে ডাকা হয়নি বলে তার দাবি! যেখানে ধুপগুড়ি উপ-নির্বাচনে মাটি আঁকড়ে বসে আছেন শাসক দলের রাজ্য নেতৃত্ব থেকে বিরোধী দলের হেবিওয়েট নেতারা। সেখানে তৃণমূলের (TMC) প্রচারে একবারও দেখা যায়নি মিতালী রায়কে! অবশেষে মন্ত্রী অরূপ বিশ্বাসের আশ্বাসের পর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারে নামতে দেখা গেল মিতালী রায়কে। গতকাল শুক্রবার বানারহাটে বানারহাট ব্যবসায়ী সমিতির ভবনে বানারহাটের মাঝখান দিয়ে বয়ে যাওয়া হাতিনালা সমস্যা নিয়ে বৈঠক করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, জেলা পরিষদের সহ সভাধিপতি সীমা চৌধুরী, ধুপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায় সহ ব্যবসায়ী সংগঠনের অন্যান্য সদস্যরা। এরপরেই বানারহাট বাজারে ভোট প্রচার করেন তৃণমুলের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *