সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ জানুয়ারি’২৪ : আগামী ২২শে জানুয়ারি রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ‘সংহতি মিছিল’ সর্বান্তকরণে সফল করতে ব্লক স্তর পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে। দলনেত্রীর ঘোষণার পর সেই বার্তা পাঠানো হয়েছে দলের জেলা সংগঠনের সভাপতি এবং চেয়ারম্যানদের কাছে। তাঁদেরকে সেই বার্তা ব্লকে ব্লকে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মিছিলে সব ধর্মের ধর্মগুরুদের সামনের সারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলের মাধ্যমে বিজেপির মন্দিরের আড়ালের রাজনীতিকে প্রকাশ্যে আনাই তৃণমূলের লক্ষ্য, এমনটাই মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা। উল্লেখ্য, ওই দিনই অযোধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দিরের।

২২ তারিখের এই সংহতি মিছিল নিয়ে তৃণমূলের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাবুঘাট স্থিত জলপাইগুড়ি জেলা তৃণমুল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হয় এই প্রস্তুতি বৈঠকটি। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, চেয়ারম্যান খগেশ্বর রায়, টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জি, সদর বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা সহ সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া বেশ কয়েকজন ব্লক নেতৃত্বরা। জেলা সভানেত্রী মহুয়া গোপ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২২শে জানুয়ারি রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি শহরেও আয়োজিত হবে সংহতি মিছিল, সেই কর্মসূচির রূপরেখা তৈরির জন্য এই বৈঠক।