সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ মার্চ’২৪ : জলপাইগুড়ি জেলার বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায় নিখোঁজ, সোশ্যাল মিডিয়ায় করা পোস্টকে নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এখনো প্রার্থীর নাম ঘোষণা করে নি বিজেপি। সূত্রের খবর, সম্ভবত পুনরায় জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়কেই এই কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় জয়ন্ত কুমার রায়কে নিখোঁজ বলে তৃণমূলের তরফে একটি পোস্ট করা হয়েছে ফেসবুকে। জয়ন্ত কুমার রায়ের ছবি দিয়ে সেখানে সন্ধান চাই বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয় তৃণমূলের তরফে ওই পোস্টে শেষবার জয়ন্ত কুমার রায়কে নাকি ২০১৯ সালের ২৯ মে লাটাগুড়িতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছে। ঘটনার পর থেকেই চাপান উতর শুরু হয়েছে তৃণমূল – বিজেপির মধ্যে।

বিজেপির জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, ভোটে হারবে বলে তৃণমূল এখন ফেসবুকে রাজনীতি করছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য, ঘটনায় অস্বাভাবিক কিছু নেই। জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়কে বসন্তের কোকিল বলে কটাক্ষ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার।