বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ ডিসেম্বর’২৩ : অন্য একটি মামলায় ডেকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। বেআইনীভাবে পাপ্পুকে গ্রেপ্তারের অভিযোগ তুলে শুক্রবার সকালে জগদ্দলের মজদুর ভবনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের একাংশ।

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কমিশনার বলেছিলেন বিক্কি যাদব খুনের ঘটনায় মূল অভিযুক্ত পঙ্কজ কুমার সিং। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে সেই পঙ্কজ সিংয়ের সঙ্গে ছবি দেখা গিয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। বিধায়কের সঙ্গে পঙ্কজের ঘনিষ্ঠতার ছবি দেখিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকেও গ্রেপ্তারের দাবি তুললেন বিক্ষোভকারীরা। পাশাপাশি এদিন তারা পাপ্পুকে মুক্তির দাবিতেও সরব হয়েছিলেন।