সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ আগস্ট : ইডি, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। দুই হেভিওয়েট নেতার গ্রেপ্তারের পর অনেকটাই চাপে তৃণমূল। বিরোধী শিবির এই সুযোগে সুর চড়াচ্ছে। তাই এবার পাল্টা প্রচারে পথে নামলো তৃণমূল। ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্ন তুলে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। শনিবার রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জলপাইগুড়ি টাউন যুব তৃণমূল কংগ্রেসের।
সদ্য জলপাইগুড়ি টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়া সঞ্জিত ঘোষের নেতৃত্বে কতোয়ালি থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। মূলত, ইডি, সিবিআই যেভাবে শুধু মাত্র তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত করছে তার তীব্র প্রতিবাদ করা হয়।
টাউন তৃণমূল যুব সভাপতি সঞ্জিত ঘোষ বলেন, ঝাড়খন্ডের কংগ্রেসের সরকারের বিধায়ক কেনা বেচার সঙ্গে জড়িত আসামের বিজেপি মুখ্যমন্ত্রী মন্ত্রী হেমন্ত বিশ্বসর্মা তার বাড়িতে কেনো ই ডি, সিবিআই যাচ্ছে না। নারদা কাণ্ডে জড়িত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন তদন্ত হচ্ছে না।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে জলপাইগুড়ি বিজেপির টাউন মন্ডল সভাপতি মনোজ কুমার শা বলেন, কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষ ভাবেই তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা কর্মী এই বিশাল দুর্নীতির সঙ্গে জড়িত তারা সবাই একে একে ধরা পড়বে।