সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ আগস্ট’২৩ : রবিবার দুপুরে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিত নগর এলাকায় এই ধর্না শুরু হয়েছে।

এ বিষয়ে বাপী গোস্বামী বলেন, তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতেই পারে। সেটা তাদের বিষয়। বাপি বাবু আরও বলেন, তৃণমূল কোনো ধরনের আইন মানে না। আমার বাড়ির সামনে প্যান্ডেল করে মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে নাচ করবেন; না অন্য কিছু করবেন সেটা তাদের বিষয়।

এ বিষয়ে জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা বলেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমাদের অবস্থান চলছে। বাপি গোস্বামীর বাড়ির সামনে এই অবস্থান হচ্ছে না। আমরা কোন বিক্ষোভ করতে আসিনি এখানে। শান্তিপূর্ণভাবেই অবস্থান আন্দোলন চলেছে।