কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি জেলা সভাপতির বাড়ির কাছে ধর্না তৃনমূলের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ আগস্ট’২৩ : রবিবার দুপুরে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিত নগর এলাকায় এই ধর্না শুরু হয়েছে।

এদিন তৃনমূলের জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মার নেতৃত্বে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীর বাড়ির কাছেই হাজার খানেক কর্মী সমর্থকদের নিয়ে এই আন্দোলন শুরু হয়েছে। ১০০ দিনের বঞ্চনা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে এই অবস্থান আন্দোলন তৃণমূল কংগ্রেসের। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের অবস্থান আন্দোলন চলে।

এ বিষয়ে বাপী গোস্বামী বলেন, তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতেই পারে। সেটা তাদের বিষয়। বাপি বাবু আরও বলেন, তৃণমূল কোনো ধরনের আইন মানে না। আমার বাড়ির সামনে প্যান্ডেল করে মঞ্চ বাঁধা হয়েছে, সেখানে নাচ করবেন; না অন্য কিছু করবেন সেটা তাদের বিষয়।

এ বিষয়ে জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা বলেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমাদের অবস্থান চলছে। বাপি গোস্বামীর বাড়ির সামনে এই অবস্থান হচ্ছে না। আমরা কোন বিক্ষোভ করতে আসিনি এখানে। শান্তিপূর্ণভাবেই অবস্থান আন্দোলন চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *