সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি’২৪ : লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই জোরদার প্রচারে নেমে গিয়েছে বিজেপি। এবার বিজেপির পর লোকসভা ভোট প্রচারে ময়দানে নামলেন স্বয়ং জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল।

বৃহস্পতিবার তিনি তার নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ ৭ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। দেওয়াল লিখনের সময় পাপিয়া পাল বলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য সরকার এবং পুরসভা যা কাজ করেছে, তাতে তিনি নিশ্চিত লোকসভা নির্বাচনে তৃনমূলই জিতবে।

কিন্তু, নির্বাচনের ঘোষনার আগেই প্রচার কেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূল এতদিন যেসব জনহিতৈষী কাজ করেছে, সেসব বুথে বুথে গিয়ে প্রচার করছেন। আর এদিন দেওয়াল লিখনে কোন প্রার্থীর নাম দেওয়া হয় নি। তারা তাদের দলের এবং নেত্রীর নামে দেওয়াল লিখন করছেন।