রাহুলের ন্যায় যাত্রায় জোট সঙ্গী তৃণমূল সহযোগিতা করছে না অভিযোগ কংগ্রেসের

রাহুলের ন্যায় যাত্রায় জোট সঙ্গী তৃণমূল সহযোগিতা করছে না অভিযোগ কংগ্রেসের। তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক কে প্রশ্ন এআইসিসির সদস্য শুভঙ্কর সরকারের।

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জানুয়ারি’২৪ : পূর্ব ঘোষণা মতোই আজ জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে রাহুল গান্ধীর পদযাত্রা। এই পদযাত্রা নিয়ে তৃণমূল সরকারের কোনরকম সহযোগিতা তারা পাচ্ছেন না বলে শনিবার অভিযোগ করেন এআইসিসির সদস্য শুভঙ্কর সরকার বলেন, সবচেয়ে দুঃখের বিষয় ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। তিনিই খারগে জীর নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন। রবিবার সেই খারগে জীর সভা করার কথা ছিল শিলিগুড়িতে।

কিন্তু প্রশাসন সেখানে অনুমতি দেয় নি। তাই স্বাভাবিকভাবেই এটাই প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন এখানে যে সরকারটি আছে তারা যদি আসামের বিজেপি সরকারের মতো ব্যবহার করে তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক কে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায়। তিনি আরো বলেন, রবিবার নির্দিষ্ট সময়ে রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সোজা চলে আসবেন পাহাড়পুর মোড়ে এবং এখান থেকেই তিনি যাত্রা বাসে করে পৌঁছাবেন পিডব্লিউডি মোড় এলাকায়। সেখান থেকে রাহুলজী তার পদযাত্রা শুরু করবেন। এই পদযাত্রা শেষ হবে কদমতলা মোড়ে গিয়ে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *