জলপাইগুড়ি : বিজেপি কার্যালয়ের সামনে থাকা বিজেপির পতাকা ছুঁড়ে ফেলে দেওয়াকে কেন্দ্র করে তৃনমুল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা। উল্লেখ্য, গতকালের ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের বর্বরোচিত আক্রমন ও আরজিকরের ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই বনধ চলবে। তবে এদিন জলপাইগুড়ি শহরে বনধের বিরুদ্ধে পালটা মিছিল করে তৃণমূল কংগ্রেস।

জলপাইগুড়ি পুরসভার উপ পুরপিতা সৈকত চাটার্জীর নেতৃত্বে বিশাল মিছিল শহর পরিক্রমা করে। মিছিলটি যখন ডিবিসি রোডে আসে তখন জেলা বিজেপি কার্যালয়ের গেটের সামনে জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামী সহ অন্যান্য নেতা কর্মীরা বসে ছিলেন। কার্যালয়ের সামনের রাস্তার উপরে বিজেপির পতাকা রাখা ছিল।

অভিযোগ, মিছিল বিজেপি কার্যালয় পার করে যাওয়ার সময় পুলিশের সামনেই উপ পুরপিতা বিজেপির পতাকাটি তুলে ছুঁড়ে ফেলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামী পুলিশ কে বলেন, একটা রাজনৈতিক দলের পতাকা কে ছুঁড়ে ফেলে দেওয়া কি ধরনের শিষ্টাচার। একটা পুরসভার ভাইস চেয়ারম্যান তার ব্যবহার এরকম। যেখানে এত পুলিশ দাঁড়িয়ে আছে, সেখানে পুলিশ কেন বাধা দিল না পুলিশকে প্রশ্ন বিজেপি সভাপতির।