তৃণমূলের ভোট লুটেরা শেখ শাহজাহানকে জেলে যেতে হবে হুঙ্কার শুভেন্দুর


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২০ ফেব্রুয়ারি’২৪ : হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সকালে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। কিন্তু ধামাখালিতে পুলিশ তাঁদের আটকে দেয়। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালি যাবার অনুমতি দেয় শুভেন্দুকে। বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে টোটোতে চেপে সন্দেশখালি পৌঁছে কালো ব্যাজ পরেন শুভেন্দু অধিকারী। গ্রামের মহিলারা শাঁখ বাজিয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে শুভেন্দুকে অভ্যর্থনা জানান।

গ্রামের পর গ্রাম ঘুরে নির্যাতিতাদের তিনি অভিযোগ শোনেন। সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার, শেখ শাহজাহান তৃণমূলের ভোট লুটেরা। ওকে জেলে যেতেই হবে। শুভেন্দুর দাবি, সন্দেশখালিতে সব পরিবর্তন হয়ে যাবে। এলাকায় শান্তি ফিরে আসবে। শেখ শাহজাহান ক্যাপিটালিস্ট পানিশমেন্ট পাবে।

Trinamool vote looter Sheikh Shahjahan should go to jail says Shuvendur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *