পঞ্চায়েতে ভোট লুঠ করতে এলে তৃণমূলকে যোগ্য জবাব দেবে বিজেপি হুঁশিয়ারি ফাল্গুনী পাত্রের

বিশ্বজিৎ নাথ, কলকাতা : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল কিংবা ভোট লুঠ করতে এলে তৃণমূলকে যোগ্য জবাব দেবে বিজেপি। রবিবার বিকেলে শ্যামনগর সিদ্ধেশ্বরী কালিমন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির নবনিযুক্ত মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। এদিন তিনি বললেন, যেখানে গুন্ডাদের হাতে নিয়ন্ত্রণ চলে গেছে।

Trinamool will give befitting reply if it comes to steal votes in panchayat warns Falguni Patra

যেখানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। সেখানে কখনই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। তবে বিজেপি সর্বশক্তি দিয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে। ফাল্গুনী দেবীর দাবি, বাংলায় জঙ্গলরাজ চলছে। নারীদের ওপর নির্যাতন বেড়েই চলেছে। রাজ্যে সন্ত্রাসের বিরুদ্ধে তারা লড়াই জারি রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *