সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ নভেম্বর’২৩ : আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী বহুজন সমাজ পার্টি এবং বহুজন সমাজ সচেতন হলে কলকাতা করপোরেশন নির্বাচনে তৃণমূল জিততে পারবে না। দলীয় ব্লক সম্মেলনে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের যোগেন্দ্র নাথ মুক্ত মঞ্চে এসে এমনটাই জানালেন বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি মনোজ হাওলাদার। জলপাইগুড়ি সদর ব্লকের অনেক মতুয়া সমাজের মানুষরাই বহুজন সমাজ পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে খবর। এদিন জয় ঢাক বাজিয়ে মতুয়া সমাজের মানুষরা বরণ করে নেন তাদের রাজ্য সভাপতি মনোজ হাওলাদার এবং রাজ্য সম্পাদক অনিল রায় সহ অন্যান্য নেতৃত্বদের। বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি মনোজ হাওলাদার বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের দল যথেষ্টই ভালো ফলাফল করবে এবং জাতি ও দেশের উন্নয়নে যে কোনো দলকেই সমর্থন করতে পারে তাদের দল। সেইসাথে আগামী লোকসভা নির্বাচনে সব কয়টি আসনেই প্রার্থী দেওয়ার বিষয়ে আশাবাদী বলেও তিনি জানালেন মনোজ বাবু।
