নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩০ অক্টোবর : শনিবার সন্ধের পর নৈহাটির শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের কন্দপুকুর গ্রামে চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় বেশ কয়েকজন। রাত সোওয়া আটটা নাগাদ একদল দুষ্কৃতী বাইকে চেপে এসে এলোপাতাড়ি গুলি চালায়। তিনটি বোমাও ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া তিনটে গুলি ৫১ বছরের জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে লাগে। অন্যদিকে বোমার স্প্রিন্টারে জখম হয়েছেন জাকিরের পাশে বসে থাকা ইউসুফ আলি মন্ডল। দুজনকেই তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। চিকিৎসার পর রাতেই হাসপাতাল থেকে ইউসুফকে ছেড়ে দেওয়া হয়। রাতে অপারেশনের পর রবিবার সকালে মৃত্যু হয় জাকির হোসেনের। নিহত ও আহত উভয়েই দলীয় কর্মী বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ উঠেছে, এলাকায় মাদক বিক্রি করতো আশাবুল ওরফে বাচ্চা নামে দুষ্কৃতী। মাদক বিক্রির প্রতিবাদ করায় জাকিরকে পরিকল্পিতভাবে খুন করেছে বাচ্চা এবং তার দলবল। এদিকে উত্তেজিত জনতা রাতেই নাবালক অভিযুক্ত বাচ্চার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। যদিও ভাঙচুরের সময় অভিযুক্তের বাড়িতে পরিবারের কেউই ছিলেন না। ঘটনাস্থলে এসে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *