সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ জুলাই’২৩ : পঞ্চায়েত ভোটে অভিনব প্রচার জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর। শচীন টেন্ডুলকার যখন ক্রিকেট খেলতেন তখন তাঁর এক ভক্তকে দেখা যেত ভারতীয় পতাকার রঙে সারা শরীরে এঁকে তার ওপরে মাস্টার ব্লাস্টারের নাম লিখে উৎসাহ দিতে। শচিনের খেলা দেখার জন্য বিশ্বের যে কোন প্রান্তে পৌঁছে যেতেন এই শচীন ভক্ত, যার আসল নাম সুধীর কুমার চৌধুরী। বিহারের মুজাফরপুরের বাসিন্দা সুধীর শচীনের খেলা দেখার জন্য নিজের বিয়ে স্থগিত করে দিয়েছিলেন।

অনেকটা শচীন ভক্ত সুধীরের মতো আর এক ভক্তের দেখা পাওয়া গেল জলপাইগুড়িতে। তবে এই ভক্ত ক্রিকেটের নন, রাজনীতির ভক্ত। ভক্তের নাম শৈলেন তন্ত্র, আর তিনি মনেপ্রাণে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলকে। আর তাই পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন একেবারেই ভিন্ন ভাবে। দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল দল করছেন জলপাইগুড়ি সদর ব্লকের বালাপাড়ার বাসিন্দা শৈলেন তন্ত্র।

তিনি খালি গায়ে সারা শরীরে রং মেখে তৃণমূল প্রার্থীর নাম ও দলীয় সিম্বল এঁকে হাতে দলের পতাকা নিয়ে বালাপাড়ায় মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করছেন। শৈলেন বাবুর এই অভিনব ভোট প্রচার দেখে অনেকেই অবাক চোখে দেখছেন। শৈলেন বাবু বলেন, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রার্থী বিকাশ বসাক, পঞ্চায়েত সমিতির অসীম রায় ও জেলা পরিষদের প্রণয়ীতা দাসের হয়ে প্রচার করছি। নিজেই খালিগায়ে প্রচারের পরিকল্পনা করি। মানুষের সাথে কথা বলছি। ভোটের প্রচার করছি। ভালোই সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।