সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট’২৩ : ড্রাগ বিরোধী অভিযানের সকল সদস্যকে নিয়ে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের দারস্থ হলেন জেলা যুব তৃনমূলের সাধারন সম্পাদক অজয় সাহা। দিনে দুপুরে চলছে নেশার কারবার। অভিযোগ এর প্রতিবাদ করায় তৃনমূল যুব নেতার ওপরে চড়াও হয় নেশার কারবারিরা। রবিবার রাতের ওই ঘটনার পর আজ জেলা পুলিশ সুপারের দারস্থ হলেন জেলা যুব তৃনমূলের সাধারন সম্পাদক অজয় সাহা।
তার বক্তব্য, জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে সার্কিট বেঞ্চের ঢিল ছোঁড়া দুরত্বে চলছে নেশার দ্রব্যের কারবার। মোবাইল ফোন কলের মাধ্যমে চলছে এই কারবার। আবার বাড়িতেও ওই নেশার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন । এ বিষয়ে একাধিক বার কোতয়ালী থানা কে বলেও কাজ হয়নি বলে অভিযোগ অজয় বাবুর। মাঝে একবার পুলিশি অভিযান চালান হলেও, আবারো শুরু হয়েছে এই বেআইনি কারবার বলে জানান তিনি। এদিকে স্টেশন রোডে রয়েছে সার্কিট বেঞ্চ। এদিন অজয় বাবু বলেন, তার বাড়ি স্টেশন রোডে। বেশ কিছুদিন ধরেই যারা নেশার কারবারের সাথে যুক্ত তাদের গতিবিধি লক্ষ করছিলেন। অজয় সাহাযারা এই কারবারের সাথে যুক্ত আছে তাদের গত শনিবার বলা হয় এলাকার এই ধরনের ব্যবসা করতে দেওয়া হবে না। এরপরেই রবিবার রাতে তারা দলবল নিয়ে তার বাড়ি সামনে অপেক্ষা করতে থাকে। রাতে দিকে তিনি যখন তার বাড়ির পোষ্যকে নিয়ে বের হন সেই সময় ওই কারবারিরা তার ওপরে চড়াও হয় বলে দাবি করেন অজয় বাবু। তিনি অভিযোগ করেন, বিষয়টি কোতয়ালী থানায় জানিয়েও কাজ হয়নি। যে কারণেই তিনি এলাকার ড্রাগ বিরোধী অভিযানের সকল সদস্যকে নিয়ে এদিন পুলিশ সুপারের দারস্থ হয়েছেন বলে জানান। এ বিষয়ে তিনি আরো বলেন, নেশার জন্য অনেক মা তার সন্তানকে হারিয়ে ফেলছে। তাই অবিলম্বে এই সমস্ত জিনিস যাতে বন্ধ হয় তার দাবি রাখলাম।