কলকাতা : ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ফের তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট। ২০২৩ সালের ২৮ নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার দায়ের করা একটি মামলায় আগামী ১৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অর্জুন সিং বলেন, “তৃণমূল তৃণমূলকেই ধ্বংস করছে। বিষাক্ত স্যালাইন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, যা সামাল দেওয়ার দিকে সরকারের কোনও মনোযোগ নেই। অথচ বিরোধী দলের নেতাদের বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে।”
অর্জুন সিং দাবি করেন, “প্রিয়াঙ্গুর আবাসনের জমি পুরসভার নয়। ৭৫ শতাংশ জমি আমার নিজের, আর বাকি ২৫ শতাংশ জমি কাঁকিনাড়া জুটমিলের। তবুও এই মামলায় বারবার আমাকে ডেকে হয়রানি করা হচ্ছে।”
এই পরিস্থিতিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। অর্জুন সিংয়ের মতে, তৃণমূল সরকারের লক্ষ্য বিরোধীদের হেনস্থা করা, অথচ রাজ্যের প্রকৃত সমস্যাগুলিকে তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে।
বিরোধী নেতা হওয়ার সুবাদে তাঁকে যে পরিকল্পিতভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এখন দেখার, আদালতের কাছে এই মামলা কী মোড় নেয়।