বিয়ের কুড়ি দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধুর রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার

আমিরুল ইসলাম, মালদা, ২৬ সেপ্টেম্বর : মাত্র কুড়ি দিন আগে বিয়ে। আর তারপরেই শ্বশুরবাড়ি থেকেই নববধুর রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াচক থানার দুইশতবিঘি লালটোলা এলাকায়। মঙ্গলবার সকালে এই ঘটনায় মৃত নববধুর পরিবার জামাইসহ তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকেরা।

পুলিশ ওই নববধুর মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের যৌতুক হিসেবে দাবি করা এক লক্ষ টাকা না দেওয়ার কারণেই তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিং-এ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত গৃহবধুর নাম মমতা মন্ডল (২১) । তার বাড়ি শুকদেবপুর এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম প্রসেনজিৎ মন্ডল, শশুর মহাদেব মন্ডল, শাশুড়ি জ্যোৎস্না মন্ডল সহ পরিবারের সাতজনের বিরুদ্ধে মৃত গৃহবধুর পরিবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *