সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্য তথা দেশজুড়ে চাঞ্চল্য ফেলে দেওয়া শিশু পাচার মামলায় ছ’বছর দুমাস পাঁচ দিন পর জামিন পেল দুই অভিযুক্ত।

উল্লেখ্য, দু হাজার সতেরো সালে জলপাইগুড়ি জেলার ঘটে যাওয়া এই ঘটনার জের পড়েছিল সমগ্র দেশজুড়ে। স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে অনাথ শিশুদের অন্যত্র পাচার করার অভিযোগ দায়ের করে জেলা আদালতের সেশন কোর্টে মামলা রুজু করা হয়েছিল। সেই থেকেই এই শিশু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চন্দনা চক্রবর্তী সহ গ্রেপ্তার করা হয় মোট সাত জনকে। সোমবার জলপাইগুড়ি স্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে এই মামলায় অভিযুক্ত মানস ভৌমিক এবং দেবাশিস চন্দ্রের করা জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি। অভিযুক্ত পক্ষের আইনজীবী শঙ্কর দে জানিয়েছেন, দু হাজার সতেরো সালের মামলা মূলত চাইল্ড ট্রাফিকিং এর অভিযোগে এবং তার সর্বোচ্চ যে সাজা তার অনেকটা সময় ইতিমধ্যে জেলে কাটিয়েছেন এই দুজন, সেই দৃষ্টিভঙ্গিতেই মহামান্য আদালত জামিন মঞ্জুর করেছেন। যদিও এই ঘটনায় এখনও তিনজন জেল হেফাজতেই রয়েছেন, যার মধ্যে অন্যতম চন্দনা চক্রবর্তী।
এই মামলায় মোট ৭৪জন সাক্ষী থাকলেও এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা গিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শঙ্কর দে।