জলপাইগুড়ি : হাতির দাঁত পাচারের মামলায় কঠোর রায় দিল জলপাইগুড়ি আদালত। ভুটান নাগরিক ওয়াংদি এবং বক্সার এলাকার ইয়াস কা ডুকপা নামে দুই অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিলেন সিজেএম বিচারক। আদালতের নির্দেশ অনুযায়ী, আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ প্রদান করা হবে তদন্তকারী দলকে।

গত বছর ২রা এপ্রিল ঝাঝাঙ্গি এলাকা থেকে হাতির দাঁত সহ ধৃত হয় এই দুই অভিযুক্ত। বন দফতরের লাটাগুড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দও-র নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উদ্ধার করে দুটি হাতির দাঁত। সেই সময়ই বমালসহ গ্রেফতার হয় পাচারকারীরা।
সরকারি সহকারী আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বৃহস্পতিবার সিজেএম বিচারক ভুটান নাগরিকসহ দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তকারী দলের কাজকে স্বীকৃতি দিয়ে জরিমানার অর্ধেক অর্থ তাঁদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই রায়ের মাধ্যমে বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হলো বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।