খড়িবাড়ি : ডুমুরিয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে বালিবোঝাই দুটি ট্রাক্টর আটক করে খড়িবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, খড়িবাড়ির দিকে আসার সময় ওই ট্রাক্টর দুটি আটকানো হয়। তল্লাশির সময় বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় ঘটনাস্থল থেকেই চালকদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শিবু দাস ও সাগর মুন্ডা। দুজনেই খড়িবাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।