মর্মান্তিক : নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের

রাহুল মন্ডল, মালদা, ১৯ মার্চ : বাড়ির সামনের নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল নাবালক দুই ভাইয়ের। মৃত দুই ভাইয়ের নাম হল রৌনক আনসারী ও ঈশান আনসারী। রৌনকের বয়স ১০ বছর আর ঈশানের সাত বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাখরা মোমিনপাড়ায়। দুই বালকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। দুই বালকের বাবা সিরাজউদ্দৌলা আনসারী জানান, দুপুরবেলা বাড়ির কাউকে না জানিয়ে বাড়ির সামনে কালিন্দ্রী নদীতে পাড়ার ছেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল তারা। দুজনেই সাঁতার না জানায় পা হড়কে গভীর জলে তলিয়ে যায় তারা।

Two brothers drowned while fishing in the river

স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রতুয়া ব্লক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। দুই বালকের অকাল মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, সংখ্যালঘু সেলের সভাপতি মুশারফ হোসেন, যুব নেতা বাবু বক্সী সহ অন্যান্যরা। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি শিশু দুটির দ্রুত পোস্টমর্টেমের ব্যবস্থা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *