জলপাইগুড়ি : বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ঘটে গেল দুর্ঘটনা। ব্যস্ত সকালবেলা, দোকানপাট খুলছে, পথচলতি মানুষজন— ঠিক তখনই হঠাৎ করেই এক বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা।
দৃষ্টিদর্শীরা জানান, দু’টি যানবাহন বিপরীত দিক থেকে আসছিল, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড ধাক্কা লাগে। ধাক্কার শব্দে রাস্তায় ভিড় জমে যায় মুহূর্তে। আহত হন উভয় গাড়িচালক, ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে দ্রুত পৌঁছায় দমকল ও কোতোয়ালি থানার পুলিশ। দমকলকর্মীরা গুরুতর আহত টোটোচালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বাইক আরোহীরও চলছে প্রাথমিক চিকিৎসা।
দুর্ঘটনার পর উভয় পক্ষই একে অপরের ওপর দোষ চাপান। ইতিমধ্যে পুলিশ ক্ষতিগ্রস্ত টোটো ও বাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে। জানা গেছে, বাইকের হ্যান্ডেল ও টোটোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।