ধূপগুড়ি : কয়লা বোঝাই লরির সাথে পেঁয়াজ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় কয়লা বোঝাই লরিতে ভয়াবহ আগুন। ঘটনায় আহত-২। বুধবার রাতের ঘটনা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর। জানা গেছে, বুধবার রাত ১১টা নাগাদ ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরই আগুন লেগে যায় কয়লা বোঝাই লরিটিতে। ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই লরিটি। জখম চালক ও খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল।