জলপাইগুড়ি : মডেল ও অভিনেত্রী হওয়ার সখ! কাউকে না জানিয়েই খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালাল জলপাইগুড়ির দুই নাবালিকা ছাত্রী। ঘটনায় দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। পরিবার সূত্রে খবর, গত ২৫ শে এপ্রিল দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী কাউকে না জানিয়েই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এ বছরই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একজনের বাড়ি জলপাইগুড়ি পুরসভার ৮ নং ওয়ার্ডে। অপরজনের বাড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। চলতি মাসের ২৫ তারিখ দুই বান্ধবী ফোল্ডিং মোড়ে খেলার প্র্যাকটিস করার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু ঐদিনের পর আর তারা বাড়ি ফিরে আসেনি।

ঘটনার দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দুজনের নাম করে একটি মিসিং ডায়রিও করা হয়। সময় মত জানানো হলেও পুলিশ তখন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর কলকাতার একটি অজানা নম্বর থেকে তাদের এক বন্ধুর কাছে ফোন আসে। সেই সূত্র ধরেই একটি পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছান।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও দুই মেয়ের তারা সন্ধান পাননি। কলকাতার বিভিন্ন থানাতেও বিষয়টি জানান তারা। নিখোঁজ এক নাবালিকার মা বলেন, আমরা ঘটনার দিনই দুই পরিবারের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলাম। কিন্তু পুলিশ তখন কোন ব্যবস্থাই গ্রহণ করেনি। এ নিয়ে বারংবার থানার শরণাপন্ন হয়েছি। আমরা কলকাতায় গিয়েও মেয়েদের কোনও সন্ধান পাইনি। যতদূর জানতে পেরেছি ওরা কলকাতায় মডেলিং করার উদ্দেশ্যেই কাউকে না জানিয়ে চলে গিয়েছে। খুবই দুশ্চিন্তায় আছি। আমরা চাইছি পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।