শিলিগুড়ি: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় দুষ্কৃতীদের দমন এবং বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।
আশিঘর ফাঁড়ির পুলিশ মাঝাবাড়ি এলাকা থেকে বিট্টু দাস নামে এক যুবককে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ উদ্ধার হয়েছে। অন্যদিকে, খালপাড়া ফাঁড়ির পুলিশ বিনোদ সাহানি নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত বিট্টুকে জলপাইগুড়ি এবং বিনোদকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পুলিশ কর্মীদের উপর গুলি চালানোর ঘটনার পর বেআইনি আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।