জলপাইগুড়িতে মদ বোঝাই টোটো সহ দুই পাচারকারী গ্রেপ্তার; উদ্ধার বহু কার্টন মদ

জলপাইগুড়ি : অবৈধ মদ পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আজ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খারিয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ বোঝাই একটি TOTO আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ASI অঞ্জন কুমার দে। সঙ্গে ছিলেন পুলিশ বাহিনী।

Two smugglers arrested with liquor-laden Toto in Jalpaiguri; many cartons of liquor recovered

অভিযানে উদ্ধার হয়েছে— ১৭টি কার্টন ভর্তি মদ।
ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাম রাজু পাসোয়ান (৩৮) ও খোকন কর্মকার (৪৩)।

ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে মদ বোঝাই TOTO। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং পাচার চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *