সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বর’২৩ : জখম শিয়ালকে উদ্ধার করে বিপাকে জলপাইগুড়ির দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় এক ঘণ্টা জলপাইগুড়ি বন দফতরে জখম শিয়ালকে নিয়ে দাঁড়িয়ে থাকলেও বনদফতরের কেউই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না বলে অভিযোগ স্বেচ্ছাসেবী সংগঠনের।

বন্যপ্রাণী রক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই ধরণের উদাসীনতা যেন আগামীতে না হয় সেই দাবি তুললেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে, বৃহস্পতিবার শহর লাগোয়ো ৭৩ মোড় এলাকায় জখম শিয়াল দেখতে পান স্থানীয়রা। এরপর পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি পুকুর থেকে জখম শিয়ালটিকে উদ্ধার করেন।