ধর্ষণের অভিযোগে কাকাকে আমৃত্যু কারাদণ্ড, নাবালিকাকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানা এলাকার এক নাবালিকা ভাস্তিকে লাগাতার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কাকাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল জেলা আদালতের বিশেষ পকসো কোর্ট। পাশাপাশি, আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা ও নাবালিকার জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে।

২০২১ সালের ৬ এপ্রিল অভিযুক্তের দাদা ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত কাকা ভয় দেখিয়ে তার নাবালিকা ভাস্তিকে একাধিকবার ধর্ষণ করে। শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে পরিবারের সদস্যরা স্থানীয় ল্যাবে পরীক্ষা করান। তাতে নিশ্চিত হয় যে নাবালিকা গর্ভবতী। এরপর পরিবারের চাপে নাবালিকা পুরো ঘটনা প্রকাশ করে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের পরামর্শে থানায় অভিযোগ জানানো হয়।

জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক রিন্টু সুর বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, নাবালিকার পুনর্বাসনের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণ লিগাল সার্ভিস অথোরিটির মাধ্যমে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, “পরিবার নাবালিকার শারীরিক পরিবর্তন দেখে প্রথমে সন্দেহ করে। ল্যাব পরীক্ষার পর সত্যতা প্রকাশ পায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। আদালত অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি নাবালিকার পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছে।”

বিশেষ সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত

এই রায় ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কড়া বার্তা প্রদান করল। বিচারকের নির্দেশে ন্যায়বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নাবালিকার পুনর্বাসনের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *