জলপাইগুড়ি : চূড়ান্ত লড়াইয়ে ধূপগুড়ি হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব জিতল বেলাকোবা হাই স্কুল। সিএবি পরিচালিত জেলা ভিত্তিক আন্ডার-১৪ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজ সমাপ্তি হল জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে।
১০ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার ১২টি বিদ্যালয় অংশ নিয়েছিল। একের পর এক রোমাঞ্চকর ম্যাচের পর ২০ মার্চ ফাইনালে মুখোমুখি হয় বেলাকোবা ও ধূপগুড়ি হাই স্কুল। দুই দলের শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
শক্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দিলেও ফাইনালে ধূপগুড়ি হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেলাকোবা। তাঁদের এই জয় শুধু স্কুলের নয়, গোটা এলাকার গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।
জেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, এই টুর্নামেন্ট থেকেই আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। স্কুল ক্রিকেটের এই প্ল্যাটফর্ম থেকেই ভবিষ্যতের ক্রিকেট তারকার জন্ম হয়, যা জেলার ক্রীড়া মানচিত্রকে আরও সমৃদ্ধ করবে।
বিজয়ী বেলাকোবা হাই স্কুলের উচ্ছ্বাসিত ক্রিকেটাররা জানায়, “এই জয় আমাদের কঠোর পরিশ্রমের ফল। আমরা আরও ভালো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি, সামনের টুর্নামেন্টেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
ক্রিকেট অনুরাগীদের জন্য এটি এক রোমাঞ্চকর মুহূর্ত, যেখানে উদীয়মান প্রতিভারা ভবিষ্যতের দিকনির্দেশনা পেল।