জলপাইগুড়ি : শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ভগত সিং কলোনি এলাকায় মঙ্গলবার সকালে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বাড়ির একটি ঘর থেকে ৩২ বছর বয়সী যুবক সৌরভ মৌলিকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
সৌরভ মৌলিক পেশায় গাড়ি চালক ছিলেন। স্থানীয় বাসিন্দা সানন্দ সরকারের মতে, পরিবারে স্ত্রী, এক শিশু পুত্র, এবং বৃদ্ধা মা থাকলেও কোনো পারিবারিক অশান্তির খবর পাওয়া যায়নি। তবে অত্যাধিক ঋণের কারণে মানসিক চাপে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

মঙ্গলবার সকালে সৌরভের স্ত্রী তাদের সন্তানকে নিয়ে প্রাইভেট টিউশনের জন্য বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে ঘরের দরজা খুলতেই স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।
পরবর্তী পদক্ষেপ
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ঋণের কারণে মানসিক চাপে আত্মহত্যার সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।
প্রতিবেশীদের বক্তব্য
স্থানীয় বাসিন্দা সানন্দ সরকার বলেন, “সৌরভ পেশায় গাড়ি চালক ছিল। পারিবারিক অশান্তি ছিল না। তবে অতিরিক্ত ঋণের কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা।”
এ ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রতিবেশীরা। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।