বোয়ালমারীতে অচেনা সাপ ঘিরে চাঞ্চল্য, পরিবেশপ্রেমীর দাবি “ঘোড়ালাগ”

জলপাইগুড়ি : বোয়ালমারী প্রধান পাড়া বালুরঢীপ মোড় এলাকায় এক অচেনা সাপকে ঘিরে এদিন সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সকালে সাপটিকে দেখতে পান এবং তা বস্তাবন্দী করে বনদপ্তরে খবর দেন।

স্থানীয় বাসিন্দা অরিত মৈত্র জানান, “সাপটি একেবারে অচেনা। আগে কখনও এই সাপ দেখিনি। সম্ভবত এটি পাহাড়ি সাপ। ডাম্পার বোঝাই বালি-পাথরের সঙ্গে সমতলে চলে এসেছে।”

Unidentified snake in Boalmari stirs

অন্যদিকে, নাথুরাম সরকার বলেন, “গতকাল থেকেই সাপটিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেছি। আজ সকালে এটি ধরা পড়ে।”

শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী পরীক্ষিত সরকার বলেন, “এটি একটি অচেনা সাপ, এই এলাকায় প্রথমবার দেখা গেল। সম্ভবত পাহাড় থেকে বালি-পাথরের সঙ্গে এসেছে। এটিকে লেডার স্নেক্স বলা হয়। বনদপ্তরের হাতে সাপটিকে তুলে দেওয়া হবে।”

তবে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ফোনে জানান, সাপটি আসলে কমন ট্রিংকেট সাপ, যাকে বাংলায় “ঘোড়ালাগ” বলা হয়।

সাপটিকে দেখার জন্য এলাকার বাসিন্দাদের মধ্যে কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *