বিশ্বজিৎ নাথ : আগামী ১৩ নভেম্বর বাংলায় ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। তার প্রাক্কালে বাংলায় এসে ফের পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বনগাঁ সীমান্তে বিএসএফের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০২৬ সালে আপনারা বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখবে বিজেপি। আর অনুপ্রবেশ বন্ধ না হলে, বাংলায় শান্তি ফিরবে না। প্রসঙ্গত, এদিন পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। অথচ বাংলার মানুষের অনেক আক্ষেপ রয়েছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না। বাংলায় আচ্ছে দিন আর বেশি দূরে নেই। ২০২৬ সালের নির্বাচনের ভোট গণনার পরই বাংলায় আচ্ছে দিন শুরু হয়ে যাবে।
