বাংলা-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গে আইনের শাসন ও সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা দাবি করেন, অনুপ্রবেশ রুখতে বাংলার মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে।

শনিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরযান ডাকুয়াপাড়া গ্রামে সংবিধান গৌরব অভিযানে যোগ দিতে আসেন মন্ত্রী। এর আগে, জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীকে নিয়ে তিনি ভাটপাড়া বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন।

মন্ত্রী বনোয়ারী লাল ভার্মা বলেন, “বাংলার সরকারের মানসিকতার অভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে। বিএসএফ যতই চেষ্টা করুক, যদি রাজ্যের সরকার সহযোগিতা না করে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব, সীমান্ত সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন।”

তিনি আরও জানান, “বিজিবি মাঝে মধ্যেই কাঁটাতার লাগানোর কাজে বাধা দিচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। কেন্দ্রের পক্ষ থেকে সীমান্তে কড়া নিরাপত্তা বাড়ানো হবে, তবে রাজ্যের সঙ্গেও সমন্বয় প্রয়োজন।”

পরে কুকুরযান গ্রামপঞ্চায়েতের সারিয়ামে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Union minister demands strict security on Bengal-Bangladesh border

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *