হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জানুয়ারি’২৪ : হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের। আগাম জামিনের আবেদন মঞ্জুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী’র। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।

উল্লেখ্য ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিলো।সম্প্রতি সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামানিক।

Union Minister of State for Home Nisith Pramanik is relieved in the High Court

শীর্ষ আদালত কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়।আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে র ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। ১৫ দিনের সংশ্লিষ্ট কোটে আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামানিক কে। একই সঙ্গে এই মামলায় পুলিশ কে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *