জলপাইগুড়িতে ফুটবল একাডেমি খুলতে চলেছে ভারত বিখ্যাত ইউনাইটেড স্পোর্টস ক্লাব

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের যুব ফুটবলে আরো একটি নতুন পালক যুক্ত হতে চলেছে। এই প্রথম কলকাতা লিগ, ভারতীয় আই লিগ, ভারতীয় ইয়ুথ আই লিগ খেলায় অংশগ্রহণকারী ইউনাইটেড স্পোর্টস ক্লাব জলপাইগুড়িতে যুব ফুটবলের উন্নতি সাধনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চলেছে। উক্ত স্পোর্টস ক্লাবের সাথে যৌথ উদ্যোগে জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও এবিপিসি ক্লাব একত্রিত ভাবে এবিপিসি ক্লাব ময়দানে একটি ফুটবল ক্যাম্প শুরু করতে চলেছে। যার নাম হবে ইউনাইটেড স্পোর্টস এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধার নবাব ভট্টাচার্য এই একাডেমী পরিদর্শন করে যাওয়ার পর জলপাইগুড়ি একাডেমির সম্পাদক অসীম রায়ের চিঠির আবেদনে সাড়া দেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। জলপাইগুড়ি ফুটবল একাডেমির কো-অর্ডিনেটর ম্যানেজার সৌমিক মজুমদার বলেন, জলপাইগুড়িতে আরো একটি ভারতবর্ষের বিখ্যাত একাডেমির উদ্বোধন হতে চলেছে। এটা জলপাইগুড়ি ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর।জলপাইগুড়ি ফুটবল একাডেমির সুপার ভাইজিং কো-অর্ডিনেটর ম্যানেজার ভাস্কর দাশগুপ্ত বলেন, এই একাডেমির ফলে অনেক প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা বড় জায়গায় ফুটবল খেলার সুযোগ পাবে। এই ক্যাম্পটি ৪০ জন যুবক ফুটবলারকে নিয়ে অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ বিভাগে শুরু হবে। এ বিষয়ে জলপাইগুড়ি ফুটবল একাডেমির টেকনিক্যাল ডাইরেক্টর অমীম রায় বলেন, প্রতিভার ভিত্তিতে এই একাডেমিতে খেলোয়াড়েরা সুযোগ পাবে। উল্লেখ্য, আগামী ১৫ই নভেম্বর এই নতুন ফুটবল একাডেমির উদ্বোধন হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *