জলপাইগুড়ি, ১০ আগস্ট : খুনের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। খবর পেয়ে শনিবার সকালে মৃত বন্দীর পরিবারের সদস্যরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। মৃতের দাদা মাধব রায় জানান, রায় ঘোষণার পর থেকেই তাঁর ভাই সুরেশ রায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অতীতে তিনি নেশাগ্রস্তও ছিলেন। তবে সংশোধনাগারের ভেতরে কীভাবে এই অস্বাভাবিক মৃত্যু ঘটল, তা জানতে চান তাঁরা।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ মার্চ ভক্তিনগর থানার মধ্য শান্তি নগরে খুন হয় শঙ্কর দাস। অভিযোগ ছিল, শঙ্করের ছোট ভাই সুরেশ রায় পিছন থেকে ছুরি মেরে তাঁকে হত্যা করেন। চলতি বছরের মার্চে জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট সুরেশকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে।