জলপাইগুড়ি: রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার জলপাইগুড়ি হাকিমপাড়ার ডিআরডিসি দফতরে সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে সাব ডিভিশনাল মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সেচ, পর্যটন, মৎস্য, ভূমি, কৃষি, শিক্ষা এবং হর্টিকালচার দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে বিভিন্ন দফতরের কাজের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী জানান, বৈঠকে ধর্মীয় স্থানগুলিকে কেন্দ্র করে সার্কিট ট্যুরিজম এবং হেরিটেজ স্থানের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা দফতরের বিভিন্ন ঘাটতি দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
হর্টিকালচার দফতরকে সরকারি সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রচারমূলক কার্যক্রমের ওপর জোর দিতে বলা হয়েছে। এছাড়াও মৎস্য দফতরের কাজ এবং শহরের তিস্তা, করলা ও জলঢাকা নদীর বাঁধ নির্মাণ এবং করলা নদীর ড্রেজিং নিয়ে বিশেষ আলোচনা হয়েছে।
সদর মহকুমাশাসকের মতে, বৈঠকের মাধ্যমে উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলি সমাধানের পথ সুগম হবে।