তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা‌য় উত্তাল জলপাইগুড়ি‌র পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকা

সংবাদদাতা, জলপাইগুড়ি : জেলাস্তরে‌র তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা‌য় উত্তাল জলপাইগুড়ি‌র পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমুলের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতে‌‌র রংধামালি সংলগ্ন ডোডালিয়া হেলথ সেন্টার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বেআইনি মদ বিক্রি ও অসামাজিক কাজকর্ম রুখতে অভিযান চালিয়ে‌ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার কিছু মানুষ।

তৃণমূল নেতা কৃষ্ণ দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওই সময় কিছু দুষ্কৃতী আচমকাই তৃণমূল নেতার ওপর আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল নেতা কৃষ্ণ দাস সহ আর‌ও একজন। রাতেই তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির বারোপাটিয়া ও পাতকাটা এলাকায়।

তৃণমুল নেতা কৃষ্ণ দাস বলেন, পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রমকে সাথে নিয়ে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে অভিযান চালাই। ওই সময় কিছু দুষ্কৃতী আমার ওপর হামলা চালায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পাতকাটা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান হেমব্রম বলেন, ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *