উত্তরকন্যা ও দিল্লি অভিযানের ডাক; ময়দানে নামছে ফরওয়ার্ড ব্লক

জলপাইগুড়ি : কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে উত্তরকন্যা ও দিল্লি অভিযানের ডাক দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি। রবিবার জলপাইগুড়ি শহরের নেতাজি সুভাষ ফাউন্ডেশনে আয়োজিত আলোচনা সভায় রাজ্য ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দলীয় নেতারা আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করেন।

দলের অভিযোগ, উত্তরবঙ্গের যুবকরা কাজ পাচ্ছেন না, কৃষকরা ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারছেন না, তিস্তা সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়ে গেছে, সীমান্তে নানা জটিলতা বাড়ছে। এইসব গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে সামনে রেখেই বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে ফরওয়ার্ড ব্লক।

Uttarkanya and Delhi campaign calls; Forward Bloc takes to the field

সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, বাংলা কমিটির চেয়ারম্যান গোবিন্দ রায়, সম্পাদক মণ্ডলীর সদস্য অক্ষয় ঠাকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গোবিন্দ রায়, চেয়ারম্যান, ফরওয়ার্ড ব্লক:
“উত্তরবঙ্গের কৃষক, শ্রমিক ও যুবসমাজের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নামছি। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই জনস্বার্থবিরোধী নীতি নিচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *