অতি ভারী বৃষ্টি; শহরমুখী বুনো হাতির দল (ভিডিও সহ)

জলপাইগুড়ি : পাহাড় সমতলে ব্যাপক বৃষ্টি, ফুঁসছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী, নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি বুনো হাতির দল। বৃহষ্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি। উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে।

Very heavy rain;  A herd of wild elephants heading towards the city

পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরাগুলোতে বেড়েছে জলের স্রোত। আর এতেই মানুষের পাশাপাশি বন্য প্রাণীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পরেছে বুনো হাতির দল। ঘটনার খবর পেয়ে হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগ। গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *