জলপাইগুড়ি : জমি থেকে আলু তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জের চৌলিপাড়া গ্রাম। দুই প্রতিবেশী ফয়জুল হক ও জাহিদুল ইসলামের পরিবারের মধ্যে বিবাদ এতটাই চরমে ওঠে যে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, দুই পক্ষই একে অপরের বাড়ি ভাঙচুর করে এবং গুলি চালায়। এই ঘটনায় আহত হয়েছেন ৬-৮ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুল হক ও জাহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ ছিল। মঙ্গলবার সকালে ফয়জুল হকের পরিবারের সদস্যরা যখন জমি থেকে আলু তুলতে যান, তখন আচমকাই জাহিদুল ইসলামের পরিবারের লোকজন তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।
পাল্টা অভিযোগ, ফয়জুল হকের পরিবারের লোকজনই প্রথমে আক্রমণ করেন। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এই সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধেই। ফয়জুল হকের পরিবার স্বীকার করেছেন যে আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তাঁদের সরকারি লাইসেন্সও রয়েছে। তবে অন্য পক্ষ গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনায় গুলি চালানোর অভিযোগে আবদুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। তিনি ফয়জুল হকের ভাই বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী চৌলিপাড়া গ্রামে মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিশি পাহারায় রয়েছে গোটা গ্রাম। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং সংঘর্ষের তদন্ত চলছে।