জলপাইগুড়ি, ৯ সেপ্টেম্বর : প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগরে দিয়ে এবার নিজেরাই মাদক বিরোধী অভিযানে নামলেন সাধারণ মানুষ। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনি এলাকায় গ্রামবাসীরা একজোট হয়ে হানা দেন গ্রামেরই এক বাড়িতে। সেখান থেকে দুই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলে বলেই জানা গেছে।

আটক দুই যুবককে হেফাজতে নিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। এ সময় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবি, শহরে চাপের মুখে পড়ে গ্রামাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে মাদকচক্র। ইন্দিরা কলোনির ওই বাড়িতে নিয়মিত ব্রাউন সুগারের আসর বসত, চলত কেনাবেচাও। সেখানেই মাদক কিনতে এসে ধরা পড়ে অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলে। পাশাপাশি, বিক্রির অভিযোগে আরেক যুবককেও পাকড়াও করেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি, পুলিশ কঠোর পদক্ষেপ না নিলে এভাবে মাদক রোখা সম্ভব নয়। পঞ্চায়েত সদস্য বিনা রায় জানান, “আমরা গ্রামকে মাদকমুক্ত রাখতে চাই। প্রশাসন আরও কড়া পদক্ষেপ নিক।” এলাকার বাসিন্দা মনোজিত চক্রবর্তীর কথায়, “বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তাই এবার নিজেরাই এগিয়ে এলাম।”
শহর হোক বা গ্রাম— একজোট হয়ে মাদক বিরোধী লড়াইয়ে নেমেছেন সাধারণ মানুষ। তবে এখন নজর প্রশাসনের দিকে, তারা কতটা কড়া পদক্ষেপ নেয় সেটাই দেখার।