বাঘের তাড়ায় আতঙ্কিত গ্রামবাসী, বাইক ফেলে প্রাণ বাঁচালেন দুই ব্যক্তি

কুলতুলি : দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মধ্য গুড়গুড়িয়ায় সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘের আতঙ্কে রাত কাটালেন গ্রামবাসীরা। বুধবার সন্ধ্যায় বাঘের তাড়া খেয়ে বাইক ফেলে প্রাণ বাঁচাতে দৌড় দেন দুই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের মোড় থেকে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি বাইক চালিয়ে মধ্য গুড়গুড়িয়ার জঙ্গল সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বাঘ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। বাইক ফেলে পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলির বন দপ্তরের কর্মকর্তারা।

চলছে মশাল জ্বালিয়ে রাত পাহারা

বাঘের আতঙ্কে রাতভর মশাল জ্বালিয়ে পাহারা দেন গ্রামবাসীরা। মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দারা আতঙ্কে ঘুমাতে পারেননি। স্থানীয় গৃহবধূ দোলন দাস ও অনিতা দাস জানান, “ঘরের পাশে জঙ্গল, মাটির বাড়ি—বাঘের আতঙ্কে আমরা ঈশ্বরের কৃপায় বেঁচে আছি।”

বন দপ্তরের আধিকারিকরা এলাকায় বাঘের উপস্থিতি নিশ্চিত করেছেন এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেছেন। তবে বাঘটি এখনও জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Villagers scared tigers;  Two people saved their lives dropping bikes
বাঘের পায়ের ছাপ দেখাচ্ছেন গ্রামবাসী

গ্রামবাসীদের মতে, আজমলমারী জঙ্গল সংলগ্ন মাকড়ী নদীর পাশের গ্রামগুলিতে এর আগেও বাঘের দেখা মিলেছে। কিন্তু এমন তীব্র আতঙ্ক এর আগে কখনো ছড়ায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *