কুড়ির ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার, এরপর …

পিনাকী রঞ্জন পাল : টি২০ বিশ্বকাপ ২০২৪-এর চমকপ্রদ জয়ের পর ভারতীয় ক্রিকেটের তিন প্রধান স্তম্ভ—বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা—টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এই তিনজন কিংবদন্তি ক্রিকেটারের টি ২০ ফর্ম্যাট থেকে অবসর ভারতীয় ক্রিকেটের টি ২০ ক্রিকেটের জন্য একটি যুগের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে চিহ্নিত হবে। এই প্রতিবেদনে তাদের টি ২০ ক্রিকেটে ক্যারিয়ার, অবসর এবং ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের বিশদ আলোচনা করব।

বিরাট কোহলির অবদান : বিরাট কোহলি, যিনি আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন, তাঁর অসামান্য ব্যাটিং দক্ষতা এবং নেতৃত্বগুণে ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর টি২০ ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে, এবং এরপর থেকে তিনি একের পর এক রেকর্ড গড়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে কোহলি খেলেছেন ১২৫ টি ম্যাচ। তাঁর গড় ৪৮.৬৯ এবং স্ট্রাইক রেট ১৩৭.০৪। অর্ধশতরান রয়েছে ৩৯ টি। পাকিস্তানের বাবর আজমের সঙ্গে যুগ্ম ভাবে বিরাট এই রেকর্ড দখল করেছেন।পাশাপাশি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে তাঁর দখলে (১২৯২ রান)।

রোহিত শর্মার সাফল্যগাথা : রোহিত শর্মা, যিনি ‘হিটম্যান’ নামে পরিচিত, তাঁর অবিশ্বাস্য ব্যাটিং দক্ষতা এবং ক্যাপ্টেন্সির জন্য খ্যাত। রোহিতের টি২০ ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে এবং তিনি একাধিকবার ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর ব্যাট থেকে বেরিয়েছে একাধিক বিস্ফোরক ইনিংস, যা প্রতিপক্ষের বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে।

ভারতের হয়ে রোহিত খেলেছেন ১৫৯ টি ম্যাচ। তাঁর গড় ৩২.০৫ এবং স্ট্রাইক রেট ১৪০.৮৯। অর্ধশতরান রয়েছে ৩২ টি। পঞ্চাশের বেশি রান রয়েছে ৩৭ টি। পাঁচটি শতরান রয়েছে তাঁর দখলে। সর্বোচ্চ রান ১২১ নট আউট। মেরেছেন ২০৫ টি ছয় ও ৩৮৩ টি চার। রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি টি২০ আন্তর্জাতিক ম্যাচে চারটি শতক করেছেন। ২০২৪ সালে বিশ্বকাপ জয়ে তাঁর অবদান ছিল অসামান্য, যা তাঁর ক্যাপ্টেন্সির দক্ষতা প্রদর্শন করে।

Virat Kohli; Rohit Sharma and Ravindra Jadeja retire from Twenty20 cricket

রবীন্দ্র জাদেজার অলরাউন্ডার কৃতিত্ব : রবীন্দ্র জাদেজা, ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার, তাঁর বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং দক্ষতা দিয়ে ভারতীয় দলকে অসংখ্য ম্যাচে সাফল্য এনে দিয়েছেন। জাদেজার টি২০ ক্যারিয়ার শুরু হয় ২০০৯ সালে, এবং তিনি খুব দ্রুতই একজন নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেন।

ভারতীয় ক্রিকেট দলের ৭৪টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। লোয়ার অর্ডারে নেমে ২১.৪৫ গড় ও ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টি২০-তে জাড্ডুর সেরা স্কোর অপরাজিত ৪৬। আবার বোলার রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে এই ফর্ম্যাটে ৭.১৩ ইকনমি রেটে ৫৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ফিগার ১৫ রানে নেওয়া ৩ উইকেট। শনিবার বার্বাডোজে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন জাদেজা।

বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা টি ২০ থেকে অবসর নিয়ে ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে মনোনিবেশ করতে চান, সেই সাথে টি ২০ ফরম্যাটে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়াও রয়েছে। তবে টি ২০ ক্রিকেট থেকে তাদের অবসর ভারতীয় টি ২০ ক্রিকেটের উপর গভীর প্রভাব ফেলবে এটা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *