রক্তের সংকট মোকাবিলায় জলপাইগুড়ি কলেজপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির

জলপাইগুড়ি : জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি দূরীকরণ ও মুমূর্ষু রোগীদের সহায়তার লক্ষ্যে শহরের কলেজপাড়া এলাকায় শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয়া হয় জলপাইগুড়ির একটি যোগকেন্দ্রের পক্ষ থেকে, যেখানে সহযোগিতা প্রদান করে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ। শিবিরের সুষ্ঠু পরিচালনায় ছিলেন নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক ও প্রতিনিধিরা।

উদ্যোক্তাদের পক্ষে শুভজিৎ চক্রবর্তী জানান, “শিবিরের মাধ্যমে এমন একটি ব্যবস্থা করতে চাওয়া হয়েছে, যাতে প্রয়োজনে যে কেউ ব্লাড ব্যাংক থেকে রক্ত সহজেই পেতে পারেন।” এদিন রক্তদান শিবিরে সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। আয়োজকরা প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন।

Voluntary blood donation camp held in Jalpaiguri Collegepara to address blood shortage

এই শিবিরের মাধ্যমে জলপাইগুড়ির রক্ত সংকট কিছুটা হলেও কমানোর আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *