রাত পোহালেই ভোট ধুপগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ সেপ্টেম্বর’২৩ : রাত পোহালেই ভোট। বিধায়কের অকাল প্রয়ানে উপ নির্বাচন হচ্ছে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভায়। মঙ্গলবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহন শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। ২৬০টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। সোমবার সকাল থেকেই তাঁর ব্যস্ততা তুঙ্গে জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টারে (ডিস্টিবিউশন কাম রিসিভিং সেন্টার)। ইভিএম নিয়ে এখান থেকে ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। উল্লেখ্য, ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন।

Voting in Dhupguri late at night

এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৩০৮, পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ এবং তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩ জন। ধুপগুড়ি উপ নির্বাচনে মোট প্রার্থী ৭ জন। ২৬০টি বুথের মধ্যে মডেল বুথ সংখ্যা ২টি। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭২টি এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৭টি। নির্বাচনে ভোট গ্রহণ করবেন মোট ১২০০ ভোট কর্মী। এছাড়াও ধুপগুড়ি উপ নির্বাচনে রয়েছে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সাথে থাকবে ৭৫৮ জন রাজ্য পুলিশ। স্পর্শকাতর বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে এবং ২৬০টি বুথের প্রত্যেকটিতেই থাকবে ক্যামেরা ও ওয়েবকাস্টিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *