বেতন না বাড়ালে কাজ বন্ধের হুঁশিয়ারি

সংবাদদাতা, জলপাইগুড়ি : মিড ডে মিলের একাধিক সমস্যা তুলে ধরে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ রাজ্য মিড ডে মিল ইউনিয়নের জলপাইগুড়ি শাখা। বুধবার জলপাইগুড়ি শহরের মিছিল করে জেলা শাসক দফতরে সামনে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা। দ্রব্যমূল্যের বাজারে একুশ হাজার টাকা বেতনের দাবি তোলা হয়। সকল কর্মীদের চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে নিয়োগ, ২৫ জন ছাত্র ছাত্রী পিছু দুজন রান্না করার কর্মী, সমকাজে সম বেতন, মাতৃত্বকালীন কর্মীদের ১৮০ দিনের ছুটি সঙ্গে বেতন প্রদান, মাধ্যমিক স্তর পর্যন্ত মিড ডে মিল প্রদান সহ মোট ১৩ দফা দাবিতে এ দিনের আন্দোলন বলে জানালেন কর্মীরা।

মিড ডে মিলের কর্মী হীরামনি রায় বলেন, আমরা নিজেদের ছেলে মেয়ের মতো ছাত্র ছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করি। কিন্তু অন্যায় ভাবে যখন তখন যাকে তাতে বের করে দেওয়া হয়। এটা বন্ধ হওয়া দরকার।”

ইউনিয়নের জেলা সম্পাদিকা গৌরী অধিকারী বলেন,”আমাদের দাবি মানতে হবে। বেতন ২৬ হাজার টাকা দিতে হবে। তা না হলে আমরা আগামীতে রান্না বন্ধ করে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *