জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমির উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জলপাইগুড়ির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আয়োজিত হলো “দলিত আলোচনা ও সাহিত্যসভা”। সদর ব্লকের রানীনগরের জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই সাহিত্যসভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমির সভাপতি মনোরঞ্জন ব্যাপারী, সহ-সভাপতি ডঃ আশিস কুমার হীরা, সদস্য সচিব অনুপ কুমার গায়েন, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী এবং আকাদেমির সদস্য মুকুল বৈরাগ্য।
জেলার বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট অতিথির উপস্থিতিতে এদিনের আলোচনা সভা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বক্তাদের বক্তব্যে উঠে আসে সাহিত্য চর্চায় দলিত সমাজের স্বর ও অভিজ্ঞতার প্রতিফলন, যা আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান দিশারী হয়ে থাকবে।