সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ নভেম্বর : জলপাইগুড়িতে পঞ্চম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে খড়িয়া অঞ্চল এলাকায়। বৃহস্পতিবার জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, ডিজিটাল রেশন কার্ড, খাদ্যসাথি, জমি সংক্রান্ত মিউটেশন, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী সহ একাধিক প্রকল্পের কাজ এখানে করা হয়। খড়িয়া অঞ্চল উপপ্রধান সুভাষ চন্দ বলেন, অন্যান্য সুবিধার সাথে এবার যোগ হয়েছে বিদ্যুৎ বিল সমস্যা সংক্রান্ত বিষয়। তবে লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত কাজ এই ক্যাম্পে এক মাস ধরে চলবে। আজ প্রথম দিন ক্যাম্প অনুষ্ঠিত হলেও আগামী ১৯ তারিখ একইভাবে এখানে ক্যাম্প করা হবে বলে তিনি জানান। নাজির পাড়া এলাকার গৃহবধূ বিনা রানী রায় বলেন, একাধিক সুবিধা এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন অফিসে কাজের জন্য ছুটতে হচ্ছে না। একই জায়গায় সমস্ত কাজ হচ্ছে। এতে আমাদের সকলের সুবিধা হচ্ছে বলে তিনি জানান।
