বিজেপির কিছু নেতার আলাদা করে রবীন্দ্র জয়ন্তী পালন কিসের ইঙ্গিত দিচ্ছে?

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ মে ২০২২ : “সবার ওপর হলো মানুষ”- কথাটি সত্য হলেও জলপাইগুড়িতে কতিপয় রাজনৈতিক মুখ বলে পরিচিত ব্যাক্তির উদ্যোগে ২৫শে বৈশাখ উদযাপনকে ঘিরে শহরে আলোড়ন।

রবীন্দ্র জয়ন্তী পালনে

সোমবার জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন যথাযথ মর্যাদার সাথেই পালিত হলেও, একটি অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।

সোমবার শহরের বাকালী হাউসের সামনে “রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটি- ২০২২” এর পক্ষ থেকে পালন করা হয় কবিগুরুর জন্মদিন।

তবে এই অনুষ্ঠানের যারা মূল আয়োজক তাদের সাধারণত শহরের মানুষ একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী বলেই জানেন। তবে এই বিশেষ দিনটি সেই রাজনৈতিক দল বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলেও পৃথকভাবে এই অনুষ্ঠানের আয়োজন নিয়েই উঠছে প্রশ্ন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য এক্সজিকিউটিভ সদস্য দীপেন প্রামানিক সহ জেলা বিজেপির অন্যতম পরিচিত দুই মুখ জয়ন্ত চক্রবর্তী এবং অলক চক্রবর্তী।

অলক চক্রবর্তী

তবে এই প্রসঙ্গে কোন রাজনৈতিক মন্তব্যকে কার্যত এড়িয়ে গিয়ে, অনুষ্ঠানের অন্যতম আয়োজক অলক চক্রবর্তী জানান, “সবার ওপর মানুষ, আর বর্তমানে যে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে তার সমাধান সহ সবাইকে নিয়ে এক নতুন সামাজিক পরিবেশ তৈরির উদেশ্য নিয়ে আজ কবিগুরুর দেখানো পথে চলা শুরু হলো।” বাকালী হাউসের এই রবীন্দ্র জয়ন্তী কিসের ইঙ্গিত দিচ্ছে তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে শহরে!

দেখুন ভিডিওতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *